তাইওয়ানের সংক্ষিপ্ত সফর

আলহামদুলিল্লাহ তাইওয়ানের সংক্ষিপ্ত সফর শেষ করে এখন ভিয়েতনামের পথে আছি । সফর সব সময়ই নতুন অনেক কিছু শেখায়, এবারও তার ব্যতিক্রম নয় । তাইওয়ানকে তারা জাপানের আদলে সাজিয়েছে । জাপানের অনেক কোম্পানি সেখানে বিনিয়োগ করেছে যেমন , ফ‍্যামিলী মার্ট , দাইছো , মাৎসুমোতো কিওশি , অসংখ্য জাপানিজ রেস্টুরেন্ট সহ আরো অনেক কিছু , এক কথায় বলতে গেলে মনে হবে যেনো জাপানের কোনো প্রদেশ ।

তাইওয়ান চাইনার খবরদারি থেকে বের হতে চায় মনে প্রানে তাই আমেরিকা আর জাপানের সাথে সম্পর্ক উন্নয়নে ব‍্যাস্ত সব সময় ।

তবে জাপানের মত সব কিছু অনেক এক্সপেনসিব এই বিষয়টা ভালো লাগেনি । কারন জাপানের হসপিটালিটি পৃথিবীর সেরা কিন্তু তাইওয়ানের সার্বিস অতবেশি ভালো না ।

যাইহোক নতুন দেশ মানেই নতুন অভিজ্ঞতা | এ সফর কখনো শেষ হবার নয় , চলতেই থাকবে ইনশাআল্লাহ ॥

দুনিয়াতেতো আমরা সবাই সফরেই আছি । এর শেষ হবে জান্নাতে ইনশাআল্লাহ ॥