Vietnam Travel History
ভিয়েতনামের রাজধানী হানয় শহর আমাদের মত গরিব ট্রাভেলরদের জন্য দারুন একটি জায়গা ॥ এখানে অল্প পয়সায় থাকা খাওয়া এবং ঘুরাঘুরি করা যায় ।



অন্যভাবে বলতে গেলে হানয় শহর হচ্ছে ফলের রাজধানী । আম পেয়ারা লটকন কাঁঠাল এছাড়া আরো অনেক পছন্দের সব ফল অল্প টাকায় পেট ভরে খাওয়া যায় ॥
এখানে পৃথিবীর বিভিন্ন দেশের রেস্টুরেন্ট আছে তাই বাংলাদেশি,ইন্ডিয়ান ,পাকিস্তানি , এরাবিয়ান , তারকিশ , চাইনিজ , জাপানিজ সহ সব হালাল খাবার অ্যাভেলেবেল পাওয়া যায় ॥


বাংলাদেশের সিটিজেনরা অনলাইন ভিসা এবং অন এ্যারাইভাল ভিসা পাওয়ার সুযোগ আছে তাই খুব সহজেই ট্রাভেল ডেস্টিনেশন হিসেবে ভিয়েতনাম পছন্দের তালিকায় রাখা যায় ॥
এমনকি বাংলাদেশি ৫০০ টাকা খরচ করে একটি মোটর বাইক স্কুটি ভাড়া নিয়ে 24 ঘন্টার জন্য আপনি পুরো হানয় শহর তছনছ করে ঘুরে দেখতে পারবেন ॥
সেই সাথে আপনার পাসপোর্টে একটি ট্রাভেল এক্সপেরিয়েন্স যোগ করতে পারবেন বড় দেশের ভিসা পাওয়ার জন্য এটি বেনিফিটেড হবে ইনশাআল্লাহ ॥