ভিয়েতনামের হা লং বেই ভ্রমণ

ভিয়েতনামের হা লং বেই গেলে আপনি নিশ্চিত সিজদায় পড়ে যাবেন ॥

ওয়াল্লাহে , দুনিয়াতে আমার চোখে এত সুন্দর জায়গা আর দেখিনি । আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য তাদেরকে দিয়ে দিয়েছেন । ক্রুজের সাদে বসে ভাবছিলাম ১৯৫৪ সালে আমেরিকা কেনো তাদের সর্ব শক্তি দিয়ে যুদ্ধ করেছে এই ভুমি দখল করার জন্য । বর্তমানে এটা একটা ওয়াল্ড হেরিটেজ সাইট । ভিয়েতনামের রাজধানী হানয় শহর থেকে ১৫০ কিলোমিটার দুরত্ব । হানয় থেকে ১/২ দিনের ট‍্যুর প‍্যাকেজ নিয়ে গেলে সুবিধা বেশি । আমরা গেছিলাম ১ দিনের ট‍্যুর প‍্যাকেজে ৪৫ ডলার লেগেছিল । সাথে ছিলো VIP বাস হানয় ~ হালং বেই ~ হানয় , ৪ তারকা ক্রুজ , বুফে লান্স আরও অনেক কিছু ॥

ক্রুজের সাদে বসে হাওয়া খাওয়া আর ডাব খাওয়ার ফিলিংটা কেমনে যে বুঝাইতাম কন ছাই !!! 😆

মনে হয়েছে যে পৃথিবী সৃষ্টির সময় আল্লাহ রব্বুল আলামিন স্পেশাল নজর দিয়েছেন এই জায়গায় ।

এখানে ছোট বড় ১০০০ এর বেশি দ্বীপ আছে । কিছু দ্বীপের পাহাড়ের মধ্যে প্রায় ৭০ টা গুহা / Cave আছে । সবচেয়ে বড় গুহাটায় আমি গিয়েছিলাম । সেখানে দেখার পর আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল এটা কেমনে সম্ভব সুবহান আল্লাহ। সেই গুহার মধ্যে ১ লক্ষ লোক বসবাস করতে পারবে এখন চিন্তা করেন !

যাই হোক এই সফরের সব চেয়ে প্রশান্তির মুহূর্ত ছিলো ক্রুজের সাদে ফুরফুরে বাতাসে মাগরিবের নামাজের সময় , কি যে এক কিমোচি/ মনের শান্তি সেটা বলে বোঝানো অসম্ভব, সিজদায় গেলে উঠতে মন চাইনা আবার তেলাওয়াত করলে ছাড়তে মন চাইনা আহা 🥰

ইচ্ছে থাকলে খুব অল্প টাকায় এত দারুন জায়গা সফর করা যায় । যাদের সুযোগ আছে ঘুরে আসতে পারেন খুব ভালো লাগবে ।