হিরোশিমা সফর

আলহামদুলিল্লাহ ॥

হিরোশিমা সফর শেষ করে ফিরে যাচ্ছি টোকিওর উদ্দেশ্যে দারুণ এক অভিজ্ঞতা নিয়ে । হিরোশিমা গেলে আসলে বোঝা যায় না এটা কি জাপানের কোনো শহর নাকি বিদেশের কোন শহর এত বেশি বিদেশি মানুষ আর ট্রাভেলর কল্পনার বাইরে ।

সময় সুযোগ হলে আবারো যেতে চাই পরিকল্পিত এবং পরিচ্ছন্ন এই নগরীতে ॥